Monday 30 January 2017

বার্ণিক এর কবিতা –
গল্প
ইমরাজ হাসান
..................................................................................................................................................
তোমার একটা নিজস্ব গল্প আছে না?
সেটাই বলো?
সামনে দর্শকের ভিড়, তুমুল কৌতুহল।
বলো সুতপা!  তুমি লেখিকা হলেও
তোমার নারী জন্মের পাপগল্প শুনবো।
রান্নাঘরে ভাত হতে হতে,
একটি গল্প
বিছানায় পা ছড়িয়ে রক্ত মুছতে মুছতে,
একটি গল্প।
একটি গাছ, ফুল, মোমবাতি অথবা আলমারি! 
এসব কিছুই নয়? তবে- আকাশ, মেঘ, ঝড়! 
না হয় বসন্তের গল্পই হোক।
তোমার প্রেমিকের চোখ, যে দৃশ্য এঁকেছে;
কোলাহল, স্বচ্ছ রক্তের অনুভব শরীরে...
স্পর্শ পেলেই উড়ে যাচ্ছে পায়রা, ঝাঁক শিউলি।
চুপ করে থেকোনা, যাহোক কিছু বলো! 
না হলে অদ্ভুত রং মেখে রাস্তায় দাঁড়াও।

No comments:

Post a Comment