Monday 30 January 2017

বার্ণিক এর কবিতা –
আমিতো এইরকমই
-      নরেশ রায়
..................................................................................................................................................
তোমরা যা খুশি বল
কিচ্ছু যায় আসেনা
তোমার তোমাদের বিরুদ্ধে
আমার অনেক আছে বলার l
তোমাদের মানচিত্রের মাথায়
যে বেহস্ত যেখানে হুর পরীরা
নাচে গায় গোলাপের গুলদস্তায়
আতর গন্ধে মাতায় l
আপেলে আনারে এপ্রিকটে
চেরী রকমারি বাগিচায়
ভুখন্ডের শোভা বাড়ায় l
আমাকে ঘুমোতে দেয়না
পরাণে পাথর রেখে
পাঁজরে রক্তক্ষরণে হিসাবে
গোলমাল হয়ে যায়
নিজের নাক কেটে তোমাকে
উত্তক্ত করি খাল কেটে
কুমীর পালন করি নিজের
চৌহদ্দীর সীমানায় l
মানচিত্রের মাথার উষ্ণীষ
আমার সর্বাঙ্গে মাখায় বিষ
না বসতে না ঘুমোতে  দেয়
তাড়িয়ে নিয়ে যায়
অশান্তির আসল ঠিকানায় l
কি এক অনাত্মীয়ের
আজন্ম বৈরীতার বোধ কাজ করে
           যদিও একদিন
একসাথে বেড়েছি খেলেছি
শ্বাসপ্রশ্বাস নিয়েছি একই
দেশাত্ববোধের হাওয়ায় l

No comments:

Post a Comment