Monday 30 January 2017

বার্ণিক এর কবিতা –
থার্মোপলির যুদ্ধ
স্বরূপ মুখার্জ্জী
..................................................................................................................................................
          
রত্নগিরি পাহাড়ের উচ্চতা একশো ষাট ফুট
শুনেছি একশো ষাট ফুট উচ্চতায় পৌঁছে তবে নাকি রত্নগিরিতে পৌঁছানো যায়
আমার কাছে মোটেই এটা ক্লান্তিকর অভিজ্ঞতা নয়
একটা কবিতা লেখার থেকে নিশ্চয় বেশি ক্লান্তিকর নয় !
তবে তুই যেখানে বসে আছিস সেখান থেকে পাতালের দূরত্ব বেশি নয়
নদী বন্দর হলে নাব্যতা বেশি হত না
কারণ এর আগেও তোকে নিয়ে আমার দুটো কবিতা লেখা হয়েছে ৷
গতকাল রাত্রে স্বপ্ন দেখেছি ,স্বপ্নে এসেছিল গ্রীক দেবতা জিউস
তুই তো জানিস—এশিয়ার মাইনর থেকে ঘাস জমির খোঁজে আমি রোম সভ্যতায় জন্মগ্রহন করেছিলাম
দেশটির পশ্চিমপ্রান্ত দিয়ে বয়ে চলেছে টাইবার নদী
দাসদের কেনা-বেচার জন্য যে নদীতে তাদের স্নান করানো হতো
আমি জানি এসব লিখলেও আর আর্য সভ্যতায় ফেরা যাবে না
সপ্তনদীতেও পৌঁছানো যাবে না—সরস্বতী ও দৃশদ্-বতী শুকিয়ে গেছে
ইতিহাস সাক্ষী গজনীর সুলতান সবুক্তগিন পাঞ্জাব ও কাশ্মীর জয় করেছিলেন
তাঁর ছেলে সুলতান মামুদ সতেরো বার ভারতবর্ষ আক্রমন করেছিলেন
ভারতবর্ষের সম্পদকে লুন্ঠন করেছিলেন,কিন্তু ভারতবর্ষে স্থায়ী রাজত্ব করেননি
ইতিহাস বলে তিনি লুটপাঠ করতেই পচ্ছন্দ করতেন,নারী হৃদয় কেউ তিনি জোর করে লুঠ করতেন ৷
তুই যেখানে বসে আছিস সেখান থেকে ইতিহাস দেখা যায় না
প্রাচীন কোনো সভ্যতা দেখা যায় না
মাঝে-মাঝে জীর্ণ সেতারের শব্দ শুনতে পাই
কখনো শীত মরসুমি ফসল ফলে তোর স্মৃতির কভার পেজে
ছাব্বিশ মাইল দৌড়ে ফিডিপাইডিস ম্যারাথনের প্রান্তরে প্রাণ ত্যাগ করল
অর্বাচিনের লেখাটিও এখানেই অকস্মাৎ প্রাণ ত্যাগ করল,জায়গাটি ম্যারাথন নয়
শীতের জড়তাগ্রস্ত কূয়াশায় মোড়া অন্ধকার রাজপথের চোরা কুঠুরিতে ৷

No comments:

Post a Comment