Monday 30 January 2017

বার্ণিক এর কবিতা –
তামাকচাপা ভয়
সীমান্ত হেলাল
..................................................................................................................................................
 স্থান, সময়, ব্যক্তিভেদে বদলে যায় আমাদের সম্পর্কগুলো...
আনকোরা শৈশব
দুরন্ত কৈশর
উন্মত্ত যৌবন
বেহিসেবি জীবনে নিয়ে আসে নৈর্ব্যক্তিক ক্ষুধা!
দেশলাইকাঠি জ্বালানোর যথার্থ ব্যাকরণ আত্মস্থ করিনি বলেই
জীবন ফুরিয়ে যাওয়ার তামাকচাপা ভয়...

No comments:

Post a Comment