Monday 30 January 2017

বার্ণিক এর কবিতা –
অপেক্ষা
      সম্পর্ক মন্ডল
..................................................................................................................................................
এইভাবে আরও একটা দিন কেটে যাবে
এইভাবে আরও একটা রাত
           কুচিকুচি করে ভাসিয়ে দেবো জলে
এই গ্রাম এই মফস্বলের ভেতর আমি শুধুই
পাক খেয়ে চলেছি দিনরাত
এই তেলেভাজারর দোকান পুরানো চায়ের দোকানে আমি
ঘুরছি পাক খাওয়া মাছির মতো
আর ধুলোময়লার ভেতর উড়তে উড়তে
অপেক্ষা শুধুই
কোনো অচেনা ভোরে খবরের কাগজে
আমার কঙ্কালসার ধূসর ছবির

No comments:

Post a Comment