Monday 30 January 2017

বার্ণিক এর কবিতা –
এদিন শীতকাল
বিদিশা দাস
..................................................................................................................................................
  ধরো এক ফিরোজা সন্ধ্যায় তুমি আমি কাছারির মাঠে বসে আছি,
ঘরে ফিরছে মানুষ সান্ধ্যভ্রমন সেরে ।
এক আশ্চর্য নীল কুয়াশা নামছে ধীরেধীরে,
যত না বলা শব্দেরা প্রজাপতি হয়ে উড়ছে আমাদের ঘিরে।
অথচ কথা হয়ে উঠছে না তারা !
তাহলে নিশ্চিত জেনো,সেদিন শীতকাল।
ধরো,আজ মায়াবী গোলাপী জ্যোৎস্নায় জেগে আছে রাত চুপচাপ,
তুমি আমি বড় কাছাকাছি অথচ লক্ষ আলোকবর্ষ দূরে
হাজারখানেক অভিযোগ আর তুমুল দোষারোপ সেরে,
জানালায় উঁকি দেয় আলো আঁধারিয়া ছায়াশরীর,
আমিও জেগে আছি অনন্ত নৈঃশব্দ্যে।
আর এই যে কাগজের উপর ধূসর বিষাদের শব্দমালা লেখার চেষ্টা করে চলেছি একাএকা,
খুঁজে চলেছি জীবনের একফোঁটা ওম কুয়াশাচ্ছন্ন চোখে;
অথচ তুমি গভীর ঘুমে আচ্ছন্ন !
আমি নিশ্চিত, আজ এখন শীতকাল ।।

No comments:

Post a Comment