Monday 30 January 2017

বার্ণিক এর কবিতা –
মনোবিকলন এবং.... 
পল্লব গোস্বামী
..................................................................................................................................................
জোড়হাত করেছি,
নতজানু হয়েছি,
বারবার ঘুরে ফিরে দাঁড়িয়েছি-
হাড্ডিসার মোরামের পথে ।
দাঁতে দাঁত চেপেছি ,
নাকখত্ দিয়েছি ,
ভার্চুয়াল পৃথিবীর পাঁক
থেকে পানশালা পর্যন্ত
দৌড়েছি হুলুস্থুল হয়ে  ।|
কোথাও বাদ দিয়নি,
কিচ্ছু ছাড়িনি,
পান থেকে চুন খসে পড়বার আগেই
বিকটভাবে শুষে নিয়েছি নিষিদ্ধ মাদক ।
অথচ
আজ সেই বাইশে বসন্ত ;
নির্ঘাত তার ফিরে আসার দিন ।
ছেনাল গদ্যে প্রশ্ন করার দিন  ,
"কেন এমন  হয় ? "
উত্তর..,থুড়ি
বজ্র-গর্ভ মেঘও তৈরি রয়েছে ঠিক তার মতোই ।
প্রেম এখন মধ্য রাতের এক উদ্ভট মাতাল...
যে'কিনা
একশো আটটা প্রায়শ্চিত্তিক পরিখা ডিঙিয়ে,
ঝাঁপ মারতে চাইছে-
নারকোটিক নাইট ফলসের জলে ।

No comments:

Post a Comment