Friday 10 March 2017

বসন্ত বিষয়ক গদ্য .................................................................................................................................................................................


নির্জন বসন্ত দুপুর

রুমকি রায় দত্ত







মাঝে মাঝে শরীরে, মনে বিরহ মাখতে ভীষণ ভালো লাগে!...তাই প্রতীক্ষা করি বসন্ত দিনের। দুপুরে দোতলার জানালা দিয়ে যখন সোনাঝুরি বনের দিকে দেখি,দৃষ্টি হারায় সীমান্ত পেরিয়ে দূর অসীমে অনন্ত কোনো শূন্য লোকে। তখন ঝাঁকে ঝাঁকে বিরহ উড়ে এসে জড়িয়ে ধরে আমায়। বিরহ জাগে ঝরে পরা পাতার দিকে তাকিয়ে।...শুকনো পাতার স্তুপ সরিয়ে খুঁজি সৃষ্টির বীজ। ঝরা পাতা যেতে যেতে বলে যায়..... ‘পুরাতনে দাও বিদায়, নবীনের তরে’। “আমি কান পেতে রই’... শুনি নির্জন বসন্ত দুপুরের বিরহকথা। আমি চোখ তুলে দেখি সৃষ্টিকে। গাছে গাছে হালকা সবুজ আবির রঙের কচি পাতা মাথা নাড়ে, স্বপ্ন দেখায় আগামীর। লাল,নীল,হলুদ, গোলাপি বাহারি ফুলের হাসিতে স্নান করে ঋতুরাজ। কচি পাতার ফাঁকে ফাঁকে লুকানো পাখির গানে তখন মুখরিত আকাশ – বাতাস  জানিয়া যায় “আজি বসন্ত জাগ্রত দ্বারে”। খোলা বারান্দায় দাঁড়িয়ে দেখি নেড়া গাছটার ফাঁকে ঘুমে ঢলে পড়ছে ক্লান্ত সূর্য। দিগন্তে তখন মুঠো মুঠো আবির। আকাশ জুড়ে ধ্বনিত হচ্ছে বসন্ত সঙ্গীত “ রাঙিয়ে দিয়ে যাও যাও যাও গো এবার যাবার আগে”।

No comments:

Post a Comment