Friday 10 March 2017

বার্ণিক এর কবিতা ৭

বসন্ত ভাবনা
---সুজিত মান্না





রাত্রির কোনো অধিকার নেই
পথচলতি দিনভাবনায় এক চুরমার ক্রোধে
অন্ধের মতো জ্বলে উঠতে
তবুও দিন বদলায়
রঙ বেরঙের নৃত্যের তালে এপাড়া থেকে ওপাড়ায়
বেজে ওঠে বসন্ত উৎসবের গান
যে মেয়েটি কেরোসিনের গন্ধে শশুরের ঘরে জ্বলে গেছে
রাজ্যের খারাপ চিন্তাগুলো ছাই হয়ে
উড়ে যেতে থাকলো কাগজে কাগজে
বসন্তের গান যে পাড়ায় অপরিচিত
থেকে যায় আজও
দৈনন্দিন হত্যা সেখানে কি বসন্ত হয়ে ওঠেনা একবারও

বসন্ত কিনারা
উপোসের দিনযাপনে রঙ মেশে না বসন্তের
তাই  ব্যাবসায়ীরা অন্য পাড়ায় রঙের ফেরি করে
আমাদের দিন চলে যায় ,ঘুমও আসে নিয়মিত
দিন থেকে রাত্রি, কোথাও রঙ বলে কিছু নেই
ও মাঝি, তোর বসন্তের অন্ধকারে "
আজো কি রোজ রোজ জোনাকিরা দেখা দেয়?

No comments:

Post a Comment