Friday 10 March 2017

বার্ণিক এর কবিতা ৪ –



প্রবালদ্বীপ থেকে বলছি
-পৌলমী দাম




আঁখি-নৌকার মাঝি! ভালোবাসো মাঝদরিয়ায়..
ভালোবাসতে বাসতে চল যাই উৎস সন্ধানে।
অনুরোধ নয়। প্রেমিকার কঠোর আদেশ।
যদি সত্যি ভালবাসো... ঘুরিয়ে দাও নদীর গতিপথ!
চাঁদের ছায়া ঝিলমিলিয়ে উঠুক জলকাঁচে।
আর নদী ফিরে যাক নিজের গোমুখ গুহায়!
সমুদ্রে তুফান তোলো অহরহ।
হ্রদে হ্রদে বাড়িয়ে দাও লবণাক্ততা।
জলপ্রপাতে জেগে উঠুক সুপ্ত আগ্নেয়গিরি!
জলে জ্বলুক আগুন!
হ্যাঁ আমি জলকন্যা বলছি...
প্রমাণ কর তুমি পুরুষ নও।
প্রেমিক!
ভালোবাসো... ভালোবাসো... ভালোবাসো!

No comments:

Post a Comment