Friday 10 March 2017

বার্ণিক এর কবিতা –
ফিরে দেখা
তন্তু ঘোষ
পরকে আপন আর আপনকে পর করতে করতে- রক্তেও হয়তো লেগেছে দাগ! নয়তো এ বাঁধনে কিসের এ জোর? কেনই বা মনের চতুঃসীমে  মায়াপ্রপঞ্চ শরৎ শুভ্র হিমানীশ অবগাহ! পদাঙ্ক অনুসরণ করতে করতে- অতীতের জরাজীর্ণ, বেদাগ সময়টাকে কখন ফেলে এসেছি- সময়ের বিন’ভিক্ষার কপিশ ঝুলিতে;
এখন যাযাবর কৈশরের অনাদর ছেড়ে, সমাদরে বেড়ে উঠছি তোমার হস্তান্তরে।

No comments:

Post a Comment