Friday 10 March 2017

বসন্ত বিষয়ক গদ্য .................................................................................................................................................................................


॥ বসন্ত বিলাস॥
বৈশাখী রায় চৌধুরী




কিছু মুক্তভার কালো ধোঁয়া, পরস্পর ছুঁয়ে দেওয়া লোহার পাতের মাঝে একটুকরো জায়গা করে নিলেই তো গড়ে ওঠে সম্পর্ক। এগিয়ে চলে গড়িয়ে চলে আবহমান ও আগামী। যেটুকু মুক্তভার অন্ধকার সেটুকুই কালো ধোঁয়া তা উড়ে যায়। সত্যিই একদিন সব উড়ে যায় সমস্ত জেদ, অহংকারআগুন, চিতাভস্ম।  
                              রেললাইনের উপর এসে পড়ে আলোভোর, শালিকসকাল। স্টেশনে স্টেশনে সমারোহ,  পলাশমুকুল, বুনোগন্ধ, ছড়ানো বিটনুন । সেজে ওঠে সবাই সাজি আমিও।    
                          বসন্ত সারিতে এই সাজটুকু খুব প্রয়োজন। চেতনার নৈঋত বিকেল,  চিত্তশুদ্ধি। হে বসন্ত সাজিয়ে দাও আমায় চিরনতুন পুরনো আমি, এঁকে দাও গাঢ় শেডে ঠোঁটের কোণে সেই  প্রিয় সিনেমার সংলাপ, অংশবিশেষ  ''অ্যাডজাস্টমেন্ট মানে হেরে যাওয়া নয় একপ্রকার জিতে যাওয়াও ''।
                           এটুকু আগলেই হেঁটে যাবো সমস্ত ফোকাস, ক্যামেরা, বসন্ত ঘেরা আলোবৃত্তের বাইরে জীবনের শেষ শেষতম জয়ের উদ্দেশ্যে।

No comments:

Post a Comment