Friday 10 March 2017

বার্ণিক এর কবিতা ৬ –


নির্মম বসন্ত।
----অচিন্ত্য রায়




দিনটা আগুন হয়ে ফাগুন ডাকে
পলাশ আর শিমুলের রঙ
মাটিতে গড়াগড়ি খায়…
তাই বুঝি বসন্তের রঙ গাঢ়
শোনানো তরয়ালের পাশে মৃত দেহ
নামহীন উলঙ্গ।
হোলির মানুষ ওরা…
খেলতে ভালোবাসে!
তাই বসন্ত আসে ফাগুন চোখে…
সমাজকে, অসহায়ত্বের রক্ত রঙে, রাঙিয়ে
লালে-লাল করে রাখে।



No comments:

Post a Comment