Friday 10 March 2017

বার্ণিক এর কবিতা ৮ –




বসন্তের স্রোতে আবৃত্ত কবিতা
---পিন্টু পাল


(ক)
বসন্ত কড়া দিলে
প্রেমিকের সব না গুলো হ্যাঁ হয়ে যায়
এসো এসো কবি
পলাশ আর কবিতা নিয়ে খেলি...

(খ)
প্রেম মেখে মেখে
তোমাকে দেখতে ইচ্ছা হয়
খোলা জানালা দিয়ে শব্দ খুঁজে
এসো এসো নূপুর পায়ে
একা একা কি বসন্ত ছোঁয়া যায়?
(গ)
আমি তো তোমার কাছেই এসেছি
চুঁইয়ে চুঁইয়ে পড়ছে রস
তুমি কোনো গন্ধ অনুভব করছো না?
(ঘ )
এসো না একবার
চুপটি করে অগোছালো চোখে
সাথে লেগে থাকুক লাজুকতা ঠোঁটে ঠোঁটে
কবিতাও সঙ্গী খুঁজতে চাই বসন্ত এসে গেলে...

No comments:

Post a Comment