Friday 10 March 2017

বার্ণিক এর কবিতা ২ –




ক্ষুধার জমিন জড়িত
দীপ রায়

(১)
আর কত সাজানো নিচ্ছিদ্র পাহাড়া
টাটকা বারুদঝড়ে ছিটকে পড়ার সামিল ক্ষুধার জমিন
ক্ষুধা, সে কখনোই নয় কোনো সহজ টার্মিনোলজি
চোয়াল, সে শুধুই চোয়াল নয় ....ভাঙনপ্রেক্ষিত।
এই বায়ুমণ্ডলে ক্রমশই বেড়ে চলে দীর্ঘনিশ্বাসের ওজন
   সাথে মাটি খুঁড়ে ধেয়ে আসে প্রহসন
ক্ষুধার জমিন তার নামের সঠিক ব্যবহার করতে বদ্ধপরিকর
   তুমিও পলাতকা,
লিপিবদ্ধ হয় আঠালো বিশেষণ...
(২)
আর কত বেনামী সংযোজন
অনিচ্ছাসত্বেও একটু করে সরতে সরতে
   ঠাহর হয় মাঝে পাঁচ হাত তফাত
যে তফাতের ক্র্যাশগেটে জমানো বিপন্নতা গতি পেলেও
    আটকে যায় ভালোলাগার লিরিকগুছ
(৩)
আর কত কাকভেজা নৈঃশব্দ
বিপন্ন জমায়েতে স্মৃতিভ্রম
অস্ফুটে আওড়ানি... নিষিদ্ধ গনসঙ্গীত
পথ চেয়ে বসে একটি শূন্য নৌকা
তুমি কণ্ঠরোধ তবুও সিলেক্টিভ
শেষ সুযোগের হাতছানি আরও একবার
   ভুলে যাও বিকলাঙ্গ অভিযোগ
 বেজে উঠুক আঁচড়-আছাড়...
(৪)
আসলে আমরা সকলেই জানি বটমলাইন
কখনোই বলতে পারবেনা এই প্রথম এরকম...
এই অবাক হওয়া নয় কোনো তাল কেটে যাওয়া
তবু যখন টান পরে এলাস্টিক দাবানলে
চেনা পথ লাগে সংকীর্ণ আর সদ্য জন্মায় ভাবনাগাছ
  "কাল আমি সত্যি এই পথ দাপিয়েছিলাম ?"

No comments:

Post a Comment