Friday 10 March 2017

বার্ণিক এর কবিতা ৫–


।।ফাগুন রঙা।।
অনুক্তা ঘোষাল




আজ ফাগুনে খুশমেজাজী দুপুর হাসে চুল খুলে,
মন দরিয়া বাঁধছে টোড়ি ছন্দে আলোর মোম ঢেলে ।
মুখচোরা মেঘ নিখোঁজ ডেরায়
লাজুক ফাগের স্বপ্নে হারায়।
চোখের কোণে সবুজ হাসে, বাউল সুরে মত্ত দিল,
তাহের সামে যুগল বাঁধে, পাতায় প্রেমের রং সামিল ।
হলুদ ডানায় প্রেম পোহালি আলতো হেসে মুচকি বেশ,
ছন্দ মেখে আত্মহারা কাব্যে শুধুই রবির রেশ।
নীল রঙে আজ আলতা গুলে
হোক না বিকেল এই সকালে ।
উঠছে দুলে ছন্দে তালে আলতো হাসির হিন্দোলা
বসন্ত আজ বাঁধবে সুরে আবেগ ঢেলে মন খোলা ।

No comments:

Post a Comment