Friday 10 March 2017

বার্ণিক এর কবিতা ১ –



বর্ণ-সঙ্গম
 চয়ন ভৌমিক




নিশ্চিত বৃন্দাবনেরই হবে সেই ধুলো,
      রক্ত-পরাগ যার সমগ্র কণাতে।
রাধিকার ঘামের ঘ্রাণ ভরা মেঘ-বাতাস
অযথাই উড়িয়ে নিয়ে আসে সে ফাগ
মৌন শ্যামল-কিশোরের বজ্র মুঠিতে।
ঋতু ষড়যন্ত্রে চন্দ্রাতপ পূর্ণ ছিল তখন
আর আগুন মানে ছিল পলাশের পুষ্প-শিখা
 সেদিন তবে,কেনই বা এমন প্রতারণা?
কেনই বা এই রতিকলা ফাঁদ
সেই উদ্ভিন্ন যৌবনবতী ফাগুনের রাতে।
যে রঙ জমেছে মুঠো থেকে বুকের ভিতরে
সুঠাম হাত খুঁজেছে রাঙিয়ে দেওয়ার শরীর
সেখানে হোলি খেলা মানে এক নিমিত্ত দুপুর।
জানো? আসলে তো মন খোঁজে গভীরতর মন
ভ্রান্ত সমর্পণ চিনে নেয় গোলাপী পুকুর।
এ অবস্থায় রঙ তোলা স্নান?
   সেও যে কূট অভিনয়, কতিপয় মিথ্যে অজুহাতে।
হয়তো এসবেরও পরে তাই, হাজার বসন্ত ধরে ,
কুচমুগ্ধ গুলাল, জাদু-বাস্তব সহ ফিরে আসে, আবেশে
নদী জাগে পাথরের খাঁজে
মুরলীর নেশা জড়ানো মধুর প্রপাতে।।

No comments:

Post a Comment