Friday 10 March 2017

বার্ণিক এর অণুগল্প –
.......................................................................................................................................
একটা চাকরি চাই
বিধান শীল


ভাইভার ইন্টারভিউ দিতে গিয়ে চমকে উঠল অমিত । বুকের ভেতর হু হু করে বাতাস ছুটল তার । মেঘ গুলো জড়ো হয়ে উপরে উঠে এল । ইন্টারভিউ নিচ্ছে দেবব্রত । তার ছেলেবেলার বন্ধু । পড়াশোনায় কোনদিন দেবব্রত  ভালো ছিল না । কোনরকমে টেনেটুনে মাধ্যমিক পাশ । আর অমিত বরাবর ফার্স্ট । দেবব্রতর রাজনীতির নেশা ছিল প্রবল । একদিন অমিত তাকে বলেছিল , " এখনকার রাজনীতি ভালো নয় রে -- । হিংসা, খুন, ধর্ষণে রক্তাক্ত । তার চেয়ে বরং মন দিয়ে লেখাপড়া কর । " উত্তরে দেবু বলেছিল, " পড়াশোনা করে কিচ্ছু হবে না ।তুই যতোই ভালো লেখাপড়া কর, নেতাদেরকে তেল মেরে বলতে হবে আমার একটা চাকরি চাই ! আর শুধু তেল মারলে হবে না, তার সাথে মানি । তার চেয়ে তোর বুদ্ধি আছে, তুই লেখাপড়া কর ।" সেই দেবু কিনা তার ইন্টারভিউ নেবে । তার কাছে হাত পেতে বলতে হবে, " আমার একটা চাকরি চাই !" নিজেকে বড্ড অসহায় মনে হল অমিতের। বি.এস.সি. ডিগ্রির কাগজ গুলো ছিঁড়ে দিতে ইচ্ছে করল তার ।কিন্তু সে পারল না । তার একটা চাকরি চাই ! গোটা পরিবার তার মুখ চেয়ে বসে আছে । তবে কি সে দেবুর হাতে পায়ে ধরে বলবে, " দেবু আমার একটা চাকরি চাই !" তার এতদিনের শিক্ষার কোন দাম নেই !  কি করবে সে ? কোন পথ খুঁজে পাচ্ছে না । তবে তার একটা চাকরি চাই !

No comments:

Post a Comment