Thursday 29 June 2017

কবিতা

মৃণালিনী ঘোষ




বৃষ্টি

শ্রাবনের বৃষ্টির শব্দে
বয়ে এল প্রেম
ছাতার নীচে জমাট বাঁধা উষ্ণ ভালোবাসা-
কফি আর টানকরা বিছানায় 
বিন্দুবিন্দু জল সেদিন ধুয়ে দিয়েছিল ঘাম...

জানালার কাঁচ লজ্জায় ঘোলাটে
প্রেম পিপাসায়
নিজেকে রাখিনি সমাজ বস্ত্রের মোড়কে।


ঘুমচোখে
ঘুম চোখে স্বপ্নেরা আসত
এখন ছুটি 
আধো ঘুমে চেয়ে থাকি---
শব্দ নৈঃশব্দের ব্যবধানে 
ভেসেআসে সুর

বাঁধা হয়ে দাঁড়িয়ে চৌকাঠে
রজনীগন্ধা গন্ধহীনতার লজ্জায়  
ঝড়েপড়েমাটিতে...
তারও শব্দ শোনা ভেসে আসে 
স্মৃতির সারণি বেয়ে
গন্ধেরশব্দের অনুররণ





ক্যালকুলেশন
ম্যাথামেটিক স্মাংসপিণ্ডের শিরায়
অ্যালজেব্রার ফলমূলায় মিল-অমিলে
জীবনের পাতায় গল্প উঠে আসে
দেয়া আর নেয়া দ্বিগুণ
 
অভিনয় চলমান স্টেজের পেছনে
কোরাসের মুখগুলো রঙ্গমঞ্চে আকাশ পর্দার উঁকি...
শব্দও পার করে ভেদ-সুদক্ষঅভিনেতা
যবনিকা টানা হয় লাসকাটা ঘরে
ফুলের স্তবকে শুকনো কিছু খয়েরি রজনীগন্ধা
ক্যালকুলেশন গল্প বলে...।





No comments:

Post a Comment