Thursday 29 June 2017

কবিতা

শুভশ্রী পাল



পর্যটক 

যেভাবে তরাই এর পথে দেখা হয়ে যায় আমাদের ...
উৎসাহী দুজনে ঘুরে বেড়াই উল্লেখযোগ্য জায়গা,
আর ভাগ করে নিই আনন্দ অথবা শিহরণ
ক্লান্ত শরীর আর তরতাজা মন -
হাত ধরাধরি করে পার হয় দেবদারু বন
একসাথে ডিনার , পাত থেকে তুলে দেওয়া ;
সেরা টুকরোরা মুখ টিপে হাসে-
ভোরের বারান্দায় ঘুম ঘুম লাজুক চায়েরা,
এলোমেলো বাক্য গঠনে ব্যস্ত
ধীরে ধীরে ট্রেনের সময় হলে বিদায় জানিয়ে ফিরে যেতে হয়...
যেভাবে দুই মুখোমুখি পর্যটক
যোগাযোগ রাখার প্রতিশ্রুতির নাটক শেষে ট্রেনে ওঠে

 

যাত্রাপথ

যেসব চেনা অসুখের নাম আত্মীয়,
তাদের নিরাময়ের পথে দেখা হয়,
পেরিয়ে আসা সারল্যদের
যেসব দৃশ্যের কোনো রিপিট টেলিকাস্ট নেই...
স্টেজ সাজায় ব্যাকগ্রাউণ্ড মিউজিকে মিশে গিয়ে
ভ্যালিডিটি পেরিয়ে যাওয়া সম্পর্কেরা দর্শকাসন ভরে তোলে যত্নে
নুনছাল উঠে যাওয়া মন খুঁজে বেড়ায় আশ্রয়,
এক অনিশ্চয়তা থেকে আরেক অনিশ্চয়তার দিকে


বিরতি


সাময়িক বিরতি শেষে
খুলে পড়ে মোহময় আভরণ
গুঁড়ো গুঁড়ো বুদবুদ এসে মেশে...
দৃশ্যমানতায়
পথফেরতা রোদের গল্প শেষে,
আয়নায় তামাটে মুখ দেখে...
অবচেতন
যাবতীয় সুগন্ধীর ঘোর ফিরে গেলে,
ক্ষতদের উঠোন জুড়ে-
মেলা বসায় অবসাদ।।


No comments:

Post a Comment