Thursday 29 June 2017

কবিতা

তিতাস বন্দ্যোপাধ্যায়



সমুদ্র


নতুনের কাছে মাথা পাতলে,
ঈশ্বর আমাদের নাম দেন- 'জোনাকি'
আমরাও আলো নিয়ে কাড়াকাড়ি শুরু করি
নীল,লাল,সবুজ গ্রীষ্মের কাছে দাবি করি অস্তাচলগামী সূর্য
আর নির্জন সমুদ্র
      


 আত্মম্ভরিত্ব


তোমার কাছে গেলে পুরানো প্রেমিকের কথা মনে পড়ে

  রোদ ছাড়া দুপুরে পাশাপাশি শুয়ে ঝালরবালিশ যেভাবে গল্প করে মেয়েটির সাথে,
সেভাবে মিশে যাও তুমি প্রতিদিন, আমার নিহন্তাতে 
  
    তোমার কাছে গেলে বরফকল, আস্ক্রিমগাড়ি হেঁটে আসে,বার্ধক্য যায় সরে
    তিনসত্যি                       


শূন্যতা


মুগ্ধতার জন্য কোন অবসরই থাকলো না তবে,সুচেতন?
ক্লান্তির মুখ ছুঁয়ে অবসন্ন দিন নেমে আসে একতলার বাড়িতে
     বিকেল হয়

 আর আমি, চা খেতে খেতে দেখি,
     
কাকের সাথে কেমন ভাব জমিয়ে নেয় একটা কোকিল   


No comments:

Post a Comment