Thursday 29 June 2017

কবিতা

শুভম চক্রবর্তী


ভাঙন

        
মোহরকুঞ্জের ফুটপাতে থিকথিক করছে বিষাদ,উপশম আর নির্জন চা-এর দোকান
যেখানে মাটির ভাঁড় ভাঙার শব্দও কাঁপিয়ে দিচ্ছে অসংখ্যের মোহমায়া. . .
নিতান্তই শেক্সপিয়র সরণী দিয়ে 
              নষ্ট কবিতার ট্যাজিক উড়ান 
     ভাবায়,বড়ো ভাবায়,
সম্ভাবনাকে গুমখুন করে হেঁটে যায় কাঙাল 
একটি ভাঙন এতোখানি প্রতিনিধিস্থানীয় ভাবতেই পারেনি সে !
        


স্মৃতি


স্মৃতির নিজস্ব কোনো বাড়ি নেই
সরল বিশ্বাসে যাতে লুকিয়ে রাখা যায় রক্তপাত
একএকটি স্মৃতি তরুণ মুর্মূদের বাড়ি
   পাতা সরে যায়. . .পাতা ঝরে যায়
শীত ঢোকে ,অনিবার্য তিরতির--ঝরোঝরো ঢোকে
প্রবল দাবদাহে পুড়তে থাকে 
                ভাঙাচোরা বাড়ির ছাউনির পাতাগুলি
তরুণ মুর্মূরা তবু গান বাঁধে 
ঝুমুরে ঝুমুরে বাঁচে দোলায় কোমর
স্মৃতির নিজস্ব কোনো বাড়ি নেই
নিঃস্ব কিছু পাতাছাওয়া ঘর আছে !
ইদানিং রক্তপাত চুঁইয়ে চুঁইয়ে নামে 
ভেসে যায় নিঃস্ব বেঁচে থাকা
অবয়বহীনতার দিকে পাশ ফিরে শোওয়াকেই তুমি--আমি স্মৃতি বলে ডেকেছি !
         






খাদক


মাঝে মাঝে অস্থিরোগ বিশেষজ্ঞ --এর বাড়ি যাই
ক্রমশ মেরুদন্ডহীনতায় ভোগা আকুলিবিকুলি দেখাতে
এ সবই আমার গোপন অসুখ. . .
প্রত্যেকটি অবসাদের পর যেভাবে গাছ একটু করে ক্ষয়ে যায় 
ঠিক সেভাবেই তোমায় বলি 
"
আমার সঙ্গে কথা বোলো না আর. . . "
অথচ মুহূর্তের ভেতর থেকে বেরিয়ে আসে ভাত-মাংস
শীতে ফেটে যাওয়া খসখসে ত্বকের স্পর্শ
যোনির আদিমতায় পাগল করা আত্মমৈথুন.    .    .
এ সব সহ্য করি ---
মাঝে মাঝে অস্থিরোগ বিশেষজ্ঞ--এর বাড়ি যাই
ক্রমশ মেরুদন্ডহীনতার ভেতর তোমাকে পাবার আশায়
প্রকৃতপক্ষে এটা বোঝার চেষ্টাই করিনা যে তুমিও জাত মেরুদন্ডহীন !
তোমার সম্পর্কে বহুলপ্রচারিত মিথটিকে  ভুলে থাকাতেই আমার আনন্দ---
তোমার একশোবাহান্ন নং খাদক তোমার মেরুদন্ড খেয়ে নিয়েছে !





No comments:

Post a Comment