Thursday 29 June 2017

কবিতা

 সুপ্রভাত রায়


বিমূর্ত


জলের চাহিদা দিয়ে ঘেরা সাঁকোর
নিরুদ্দেশের দিক দেখি...

ঘুমের দুয়ার গোঁড়ায়
পার্বণ নিয়ে দাঁড়াও তুমি।

না হয়ে ওঠা দৃশ্য মনে পড়ে থেকে থেকে
জানলায় আলাপ না থাকা প্রতিবেশী সৌন্দর্যে
মুগ্ধ সুর ঢেলে দিয়ে চলে গেছে যেন কারা,
আমাদের হেঁটে যাওয়া পথের ডানায়
লেগে আছে জং ধরা শিকড়ের দাগ।



 ভাঙা ব্রিজ


ভেঙে গ্যাছে গন্তব্যের হাওয়া
কাগজে কাগজে কাজ লিখে শান্তনা জেগে ওঠে
প্রত্যাশিত গুমটির নির্ভরযোগ্য কোণে।

সময়ে পৌঁছে যেতে চাওয়া
ঘড়ির কাঁটা বিছানো পথ,
তাকিয়ে তাকিয়ে পেরোতে পেরেছি
তোমার নতুন ঘুরপথের সান্নিধ্য পেয়ে।




 হাওয়া


পাখায় আর পাতায় লেগে আছে তার
ডাকনামের স্বাক্ষর।

ঘাম হচ্ছে...খুব ঘাম হচ্ছে পরিশ্রমের শরীরে
একটা হাওয়া ঘুরে গেলেই,
পৃথিবীর যাবতীয় ম্যাজিক মনে পড়ে যায়।










No comments:

Post a Comment