Thursday 29 June 2017

কবিতা

সন্দীপ মণ্ডল 



তমসা


এক অন্ধকার গর্ভাশয়....

প্রখর যাপন শেষে কবিতার নির্মেদ শরীরে নামে
বারুদের পরাজয়...

সুহানি চাঁদের ঘুম হরতাল
জিভময় বোবা মেখে বিয়োগ গোনে পক্ষকাল;

আঁধার মাভৈ
জীবন পাড়ে আষ্টেপৃষ্ঠে সমর্পণের বিছান জাল...


সন্ধ্যে নামার আগেই স্বার্থপর হই
বিকেল লুটের আলো আগলে রাখি।
হাত বাড়িয়ে ডাকে চাঁদ
কঙ্কাল আঁকে জানালা শরীরে
       বুক জুড়ে ঝাড়বাতি জোনাকি...

রাত গভীর করে বড়ে গুলাম আলি
অলখে হাসে প্রতিপদী চাঁদ
          অমাবস্যা এখনো বাকী...



No comments:

Post a Comment