Thursday 29 June 2017

কবিতা

নবকুমার পোদ্দার

 



বসন্তগান

মহৎ বৃক্ষে শ্রীহরি ফুটেছে
সমুদ্র তিলকে কত বৈষ্ণবী
বৃন্দাবন দোতারায় রাখালিয়া মহরৎ
আত্মহারা বংশে পবিত্র রাখাল
মাটি ও সুরের দীপাবলি
মিলনের পূর্ণিমায়
দীর্ঘতম মায়া
সাধনার শ্বেতকরবী



তুমি


আয়নায় আন্তরিক
এই দেহ
দেহে দেহে রসযাত্রা
উঠে দাঁড়ানোর ভূমিকা
একটা ছুরি
ভূগোল কাটতে
পৃথিবী পাখির অভাব গোছায়...






গোধূলি



আত্মহত্যা বাজনা বাজাব 
                   
                    আত্মহত্যা ঘুড়ি ধরবো
এসো স্নান
         নিয়মিত পাহারাদার
আর ও আত্মহত্যার
           
               গোপন সমীরণ...







  


No comments:

Post a Comment